⭕🔰 বেস্টফ্রেন্ডের প্রেমে ⭕🔰
👉পর্ব---: 6 👈
🔰 WRITER: অবনীর আব্বু ( আরিয়ান আরমান)🔰
আমি---: হুম আমিও তো ওইটা বলছি ।। আমাকে বাহিরে কোথাও পাঠিয়ে দাও ।। তোমরা তো আমার কথা শুনতে চাইচো না ।।
,
আম্মু---: কোথাও যেতে হবে না তোকে ।। তুই আমার একমাত্র সন্তান তোকে ছেড়ে কীভাবে আমরা থাকবো বল ।।
,
আমি---: আমি তো সারাজিবনের জন্য চলে যাচ্ছি না ।।
,
আম্মু---: তোর কোন কথাই শুনবো না ।। কাল থেকে তুই কলেজে যাবি এটাই ব্যস ।।
,
আমি---: আম্মু শুনো শুনো ।। কথাটা একটু বোঝার চেষ্টা করো ।।
এই যা চলে গেলো ।। কি করি এখন ।। তারপর ফ্রেশ হয়ে টেবিলে বসলাম ।। নাস্তা করতে ।। আম্মু রান্না ঘরে ।। হঠাটই কেউ দরজা ধাক্কাতে লাগলো ।।
তারপর উঠে দরজা খুলতেই যাকে দেখলাম ।।
দরজা খোলার সাথে সাথে যাকে দেখলাম ।। দেখী রাইসার বাবা দাঁড়িয়ে আছে ।।
,
আমি---: আংকেল আপনি ।।
,
আংকেল---: হুম ।। তোমরা কী শুরু করেছো বলো তো ।।
,
আমি---: ভিতরে আসুন তারপর না হয় বলুন ।। কী জন্য এসেছেন ।।
তারপর আংকেল ভিতরে আসলো ।। এসে সোফায় বসে পড়লো ।। আমিও ওনার পাশে বসলাম ।।
,
আমি---: কী হয়েছে এবার বলুন ।। এত সকাল সকাল আমাদের বাড়িতে ।।
,
আংকেল---: তোমার সাথে কী রাইসার কিচু হয়েছে ।।
,
আমি---: না তো কী হবে ।।
,
আংকেল---: বুঝতেছিনা কী হলো মেয়েটার ।। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে ।। আর বারবার শুধু তোমার কথা বলছে ।।
আমি---: আমার কথা বলছে ।। একটা ভালো ডাক্তার দেখান ।। তাহলেই ঠিক হয়ে যাবে ।।
,
আংকেল---: তোমার কী মনে হয় ।। আমি দেখাইনি ।। ও কারো কোন কথা শুনছে না ।। শুধু তোমার কথা বলছে ।।
,
আমি---: বুঝলাম না ও আমার কথা কেন বলছে ।।
,
আংকেল---: তুমি যদি একবার আমার সাথে বাড়িতে যেতে তাহলে ভালো হতো ।। তুমি তো ওর বেস্টফ্রেন্ড হয়তো তুমি বুঝতে পারবে ।।
,
কী করি এখন আংকেল এভাবে বলছেন কেন ।। ওনার কথা তো অমান্য করা যাবে না ।।
,
আমি---: ঠিক আছে আংকেল চলেন দেখী ।। কী হলো ওর ।। ( সব কিছু জেনেও না জানার ভান করছি ) ।।
,
আম্মুকে বলে আংকেলের সাথে ওনার বাড়িতে গেলাম ।। তারপর সোজা রাইসার রুমে আসলাম ।।
রুমে ডুকে দেখী ।। কান্নার আওয়াজ শোনা যাচ্চে ।। রাইসা ফ্লোরে হাটু গেড়ে বসে কান্না করছে ।।
,
আমি---: আংকেল আপনি একটু বাহিরে যান তো ।। আমি কথা বলে দেখচি ।।
,
আমার কথা মতো আংকেল বাহিরে গেলো ।। আমি ওর কাছে গেলাম ।। এতক্ষণ ও খেয়াল করেনি ।। আমি এসেছি যে ।। ওর পাশে গিয়ে বসতেই ।। আমার দিকে মাথাটা ঘুরালো ।। দেখার সাথে সাথে ঝাপটে দরলো ।।
,
রাইসা---: তুই এসেছিস ।। আমি জানতাম তুই আসবি ।।
,
আমি---: হুম আংকেল বললো তাই আসলাম ।। আপনাকে দেখতে ।।
রাইসা---: এক্ষুনি চলে যা তুই ।। তোকে আমি আসতে বলেচি 😡।।
,
আমি---: হুম চলে যাব আগে আপনি খাবারটা খেয়ে নিন ।।
,
রাইসা---: খাবো না ।। চলে যা তুই 😡।।
,
আমি---: ওকে তাহলে আর কী চলে যাচ্ছি ।।
,
এইকথা বলে উঠে দাঁড়াতেই ।। আমার একহাত টান দিয়ে ওর কাছে নিয়ে গেলো ।। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো ।।
,
রাইসা---: প্লিজ ক্ষমা করে দে আমায় আর কখনো তোকে অবিশ্বাস করবো না ।। তুই যা বলবি তাই শুনবো ।।
,
আমি---: কেন শুনবেন আমার কথা ।। কোন কথাই শুনতে হবে না ।। আপনি আপনার থাকুন আর আমি আমার মতো ।।
,
রাইসা---: পারবো না থাকতে ।। অনেক ভালোবেসে ফেলেছি তোকে বিশ্বাস কর ।।
,
আমি---: কবে থেকে 🙂।।
,
রাইসা---: সেই প্রথমদিন থেকে ।। এতদিন বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি ।।
,
আমি---: এখন আর বলে কোন লাভ হবে না ।। আমি আর মেনে নিব না ।।
,
রাইসা---: মরে যাবো আমি 😑।। থাকতে পারবো না তোকে ছাড়া ।।
আমি---: আচ্ছা ঠিক আছে ।। আগে খাবারটা খেয়ে নিন তারপর মরিয়েন ( তুই কী ভেবেছিস এত তাড়াতাড়ি মেনে নিব ।। আমাকে যতটা কষ্ট দিয়েছিস তার সবটা তোকে ফিরিয়ে দিব )
,
রাইসা---: খাইয়ে দিলে খাবো ।। না হলে খাবো না ।।
,
আমি---: কেন আপনার হাতে কী হয়েছে ।।
,
রাইসা---: কিচু না কুত্তা খাইয়ে দিবি কিনা বল 😾।।
,
আমি---: আচ্ছা দিচ্চি দিচ্চি ।। নেকামো বন্ধ করেন ।।
তারপর নিজের হাতে খাইয়ে দিলাম ।। কারন সামনে অনেক কষ্ট দিব তোকে ।।
গফাগফ সব খেয়ে ফেললো ।।
,
আমি---: ওকে এইভাবে লক্ষী মেয়ের মতো থাকবেন ।।
,
রাইসা---: তুই কী আমাকে ক্ষমা করিস নি ।।
,
আমি---: আমি ক্ষমা করার কে বলুন তো ।। আর আপনি যদি ধরে নিন ।। ক্ষমা করি নি তাহলে তাই ।।
,
রাইসা---: সত্যি বলছি বিশ্বাস কর ।।
আমি---: থাক আর কিচু শুনতে চাই না ।। আর নেক্সট টাইম যেন এমন নেকামো না দেখী 😾।।
ছোট খাটো একটা হুমকি দিয়ে চলে আসলাম ।।
,
আংকেল---: একি চলে যাচ্চো নাকী ।।
,
আমি---: জ্বী আংকেল সব ঠিক হয়ে গেছে ।। এখন আর ও কিছু করবে না ।।
,
আংকেল---: যাক বাবা নিশ্চিন্ত হলাম ।। মেয়েটা কে নিয়ে কী যে করি ।।
,
আমি---: আংকেল আমি একটা বুদ্ধি দিই ।। বিয়ে দিয়ে দেন তাহলেই সব ঠিক হয়ে যাবে ।।
,
আংকেল---: হুম কথাটা তুমি মন্দ বলো নি ।। আচ্ছা দেখী ।।
,
আমি---: আংকেল তাহলে আজ আমি আসি ।।
,
আংকেল---: সে কী না খেয়ে চলে যাবে ।। তাতো হবে না ।।
তারপর জোর করে ওনার পাশে বসিয়ে দিল ।। উঠতেও পারলাম না ।। অজ্ঞাত খেতে হলো ।। খাওয়া শেষ করে উপরের দিকে চোখ যেতেই দেখী ।। রাইসা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে ।।
তারপর চলে আসলাম রাইসার বাসা থেকে ।।
এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেলো ।। এখন আবার আগের মতো কলেজে যাই ।। তবে রাইসার দিকে ফিরেও তাকাই না ইগনোর করে চলি ওকে ।।
সবকিছু ঠিকঠাক চলছিল ।। একদিন কলেজ ক্যাম্পাসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম ।। হঠাটই কোথা থেকে রাইসা এসে এমন কান্ড করবে বুঝতে পারি নি ।। কোন কথা না বলে আমার শার্টের কলার দরে দাঁড় করালো
তারপর যা বললো ,,,,,,,,,,,,,,,,,,,,
,
#চলবে#
,
( # গায়েষ অনেকদিন পরে গল্প দিলাম ।। লেট করে গল্প দেওয়ার কারন হলো ।। আপনাদের সাড়া না পাওয়া ।। সাড়া না পেলে গল্পটা লিখতে আর মন চায় না ।। যারা গল্প পড়েন অবশ্যই লাইক কমেন্টস করবেন #)
,
# আল্লাহ্ হাফেজ #

0 Comments