⭕🔰 বেস্টফ্রেন্ডের প্রেমে ⭕🔰
👉 সূচনা পর্ব 👈
🔰 WRITER: অবনীর আব্বু ( আরিয়ান আরমান)🔰
ছিহ তোরা কলেজের ভিতর এসব খাস 😡।। কথাটা কে বললো তা শোনার জন্য পিছন ফিরে তাকাতেই টাসকি খেলাম ।। আর কেউ না আমার গুন্ডি বেস্টফ্রেন্ড ।। আসলে আমি আর আমার কিছু ফ্রেন্ড মিলে কলেজের পিছনে গিয়ে সিগারেট খাচ্ছিলাম ।। কিন্তু এই শাকচুন্নিটা সেটা দেখে ফেললো ।। এখন কিছু একটা বলে ব্যাপারটা সামাল দিতে হবে ।।
,
আমি---: আসলে একটু পিনিক উঠছিলো তো তাই ।।
,
রাইসা---: বাহ রাকিব তোকে তো আমি ভালো মনে করতাম ।। আর তুইও
,
আমি---: কি কী তুই ওকে ভালো মনে করতি 😂।। তুই জানিস আমাকে সিগারেট খাওয়া কে শিখাইছে ।। ওই রাকিব্বা 😂
,
রাকিব---: কেন ভাই শুধু আমার নামে মিথ্যা বলছিস ।।
,
আমি---: দেখ রাইসা এই বিষয়ে তুই কাউকে কিছু বলবি না ।।
রাইসা---: ওকে বলবো না ।। তার আগে বল তোরা এইসব আর খাবি না ।।
,
আমি---: তোর মাথায় হাত দিয়ে বলি ।।
,
রাইসা---: না তোর উপর বিশ্বাস নেই আমার ।। এখন বল আর খাবি না ।।
,
একটা সিগারেট দরিয়ে বললাম ।।
আমি---: এইটা খেয়ে নিই তারপর বলবো ।।
ও রাগে ফুঁসতে ফুঁসতে বললো ,,
রাইসা---: তাহলে তুই কখনোই ভালো হবি না ।। আজকেই আমি আংকেলকে সব বলবো ।।
,
আমি---: দাঁড়া , এই নাম্বারটা নে 018905224** ।
,
রাইসা---: কার নাম্বার এটা ।।
,
আমি---: ওমা তুই বললি না আংকেলকে সব বলে দিবি ।। তাই তোকে আব্বুর নাম্বারটা দিলাম 🙂।।
,
রাইসা---: কুত্তা মজা করিস আমার সাথে ।। তোদের বাড়িতে গিয়ে সব বলবো ।।
,
আমি---: লাভ নাই আব্বু বাড়িতে নাই ।। 😁
,
রাইসা---: ক্লাসে স্যার যাচ্ছে ।। আমি গেলাম ।। তোদের সবার গিয়ে বলবো ।। ক্লাস ফাঁকি দিচ্ছিস 😾।।
,
আমি---: এই যা তো এখান থেকে ।।
,
তারপর ও রেগে চলে গেলো ।।
আমি---: আমি ক্লাসে যাচ্ছি তোরা যাবি ।।
,
রাকিব---: তোর সাথে থাকলে সবসময় বাঁশ খেতে হয় আমাকে ।।
তারপর সবাই ক্লাসে আসলাম ।। স্যার কিছুক্ষণ বকাঝকা করে ক্লাসে ঢুকতে দিল ।।
,
আসুন এবার আপনাদের পরিচয় টা দিয়ে দিই ।। আমার নাম তো সবাই জানেন ।। পরিবার বলতে আছে মা বাবা আর আমি ।। বাবা মায়ের একমাত্র সন্তান ।। এই জন্য আদরে আদরে বাদর হয়েছি ।। এতক্ষণ যার সাথে কথা বললাম ।। সে হলো আমার বেস্টফ্রেন্ড রাইসা হ।। দুজনেই একি ক্লাসে পড়ি।। রাইসা আমার ক্রাশ ।। দেখতে শুনতে সব কিছুতেই ভালো ।। আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি ।। দুজনে একসাথে কলেজে আসা যাওয়া করি ।।
,
প্রতিদিনের মতো আজও কলেজ ছুটির পর দাঁড়িয়ে আছি ।। একটু বান্ধবীদের সাথে আসলো ।। ওদের বিদায় দিয়ে আমার কাছে এসে বললো ।।
,
রাইসা---: দাঁড়িয়ে আছিস কেন চল ।।
,
আমি---: একটু ওয়েট কর ।। আরেকবার দেখতে পাই কিনা দেখী ।।
,
রাইসা---: মানে 😾
,
আমি---: মানে তোর ভাবি ।। প্রথম দেখাতেই একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিরে 😚।।
,
ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে ।।
,
রাইসা---: কী বললি আবার বল তো ।।
,
আমি---: নাহ তোকে আর বলবো না ।। তোকে বললে ওই মেয়েটাকে আর দেখতে পারবো না ।।
,
রাইসা---: আচ্ছা বল না ।। আমি তোকে হেল্প করবো ।।
,
আমি---: আমি আর বলার মানুষ পাইনি তোকে বলবো 😒 যা তো এখান থেকে 😾।।
,
রাইসা---: ওকে তাহলে তুইও চল 😾।।
এই বলে আমার হাত দরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ।।
,
আমি---: ছিহ তোর কী লজ্জা বলতে কিছু নাই ।। একটা ছেলের হাত দরে টানাটানি করছিস ।।
,
রাইসা---: তুই তো আমার ভাইয়ের মতো ।। দুজনকে ভাই বোনের মতো লাগছে ।।
,
আমি---: কি ভাই বোনের মতো 😾।।
এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিলাম ।।
আমি---: একটা কথা বল তো ।। তোর সাথে কী আমার কোন শত্রুতা আছে ।।
,
রাইসা---: আমার আছে ।।
,
আমি---: মানে কী করেছি আমি ।।
,
রাইসা---: তোর উপর নজর রাখতে বলেছে ।। আর শোন আমি যতদিন আছি তোর এইসব কিছুই চলবে না বুঝলি 😾।।
,
আমি---: নজর রাখতে বলেছে কে ?
,
রাইসা---: আমি বলেছি 😾।।
,
আমি---: মানে বুঝলাম না কিছু 🙁।।
,
রাইসা---: বুঝতে হবে এবার বাড়িতে চল ।।
তারপর আর কী বাড়িতে চলে আসলাম ।।
এসেই আম্মুকে ডাকতে লাগলাম ।।
,
আম্মু---: এই ভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন ।।
,
আমি---: তুমি আমার পিছনে লোক লাগিয়েছো ।। আমার উপর কী তোমার বিশ্বাস নেই 😒।।
,
আম্মু---: কী বলছিস বুঝতেছিনা ।।
,
আমি---: তুমি রাইসাকে আমার উপর নজর রাখতে বলো নি 🙁।।
,
আম্মু---: দূর কী সব আমি এরকম কিছুই বলিনি ।। খাবার বাড়ছি ফ্রেশ হয়ে খেতে আয় ।।
,
তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম ।। এসেই বন্ধু রাকিবকে কল দিলাম ।।
,
আমি---: আজকে রাতের মিশনটার কথা মনে আছে ।।
,
রাকিব---: হুম মামা মনে আছে ।। যে করেই হোক ওটা পূরন করতেই হবে ।।
,
আমি---: ওইসব আমার ছেড়ে দে তুই শুধু আমার সাথে থাকবি ।।
,
রাকিব ---: ওকে মামা ।।
,
আমি---: আর শোন নয়টার সময় আমাদের বাড়িতে আসিস ।।
,
তারপর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম ।। সন্ধ্যা বেলায় ঘুম থেকে উঠলাম ।। তারপর নাস্তা খেয়ে পড়তে বসলাম ।। হঠাটই ফোনটা বেজে উঠলো ।। হাতে নিয়ে দেখী রাইসা কল দিয়েছে ।।
,
আমি---: হুম বল ।।
,
রাইসা---: পড়তে বসেছিস তো ।।
,
আমি---: হুম একটা মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্চি ।। এখন ফোন রাখ 😾।।
,
রাইসা---: রেগে যাচ্ছিস কেন ।।
,
আমি---: তো কী করবো ।। ফোন রাখ বলছি ।।
,
রাইসা---: এই এই কাটবি বলছি ।।
কে শুনে কার কথা ।। ফোন সাইলেন্ট করে গেম খেলছি ।। এভাবে অনেকটা সময় কেটে গেলো ।। নয়টা বেজে গেলো এবার এলো সেই মাহেন্দ্রখন ।। রাকিব আসলো ওর সাথে বেরিয়ে পড়লাম ।।
,
রাইসাদের বাড়ির সামনে আসলাম ।। তারপর দেওয়াল টপিকয়ে ভিতরে আসলাম ।।
রাকিব---: যাই বলিস তোর শুশুর বাড়ি কিন্তু খুব বড় ।।
,
আমি---: শুশুর বাড়ি মানে ।। দেখ উল্টা পাল্টা কথা বলবি না ।। হাতে কী আছে দেখতে পাচ্ছিস 😾।।
,
রাকিব---: বকবক না করে গাছে উঠ ।। দেখ ডাব গুলো কীভাবে আমাদের দিকে তাকিয়ে আছে ।।
,
আমি---: চারদিকে নজর রাখ ।। কেউ আসছে কিনা দেখ ।।
,
রাকিব---: তুই নিশ্চিন্তে থাক আমি দেখছি ।।
,
তারপর গাছে উঠে ডাব গুলো একে একে পাড়তে লাগলাম ।।
উপর থেকে রাকিবকে ডাকতে লাগলাম ।। সালার কোন সাড়া শব্দ পাচ্ছি না ।।
তাড়াতাড়ি নিচে নেমে গেলাম ।। দেখি ও কোথাও নেই ।। কী ব্যাপার কোথায় গেলো ও ।। হঠাট পিছন মেয়ে কন্ঠে কেউ একজন বললো ।।
,
এই তাহলে তোর মিশন ।। আমাদের গাছের ডাব চুরি করতে এসেছিস 😡।।
পিছন ফিরে তাকাতেই টাসকি খেলাম ।।
দেখী শাকচুন্নি টা দাঁড়িয়ে আছে ।।
,
আমি---: ইয়ে মানে কী বলবো 😁।।
এই বলে দৌড়াতে লাগলাম ।।
,
রাইসা---: দাঁড়াতে বলছি না হলে কিন্তু চিৎকার করে লোক ডাকব ।।
সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম ।।
আমি---: সরি আর এমন হবে না ।।
,
রাইসা---: এইভাবে না ।। একশ বার কান দরে উঠবস করবি তারপর 😾।।
,
,
,
#চলবে#
(💛 নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ।। আশা করি ভালো লাগবে গল্পটা আপনাদের ।। সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন ।।💛 )
,
#আল্লাহ্ হাফেজ #


0 Comments