⭕🔰 বেস্টফ্রেন্ডের প্রেমে ⭕🔰
👉 পর্ব : 2👈
🔰 WRITER: অবনীর আব্বু ( আরিয়ান আরমান)🔰
এই তাহলে তোর মিশন ।। আমাদের গাছের ডাব চুরি করতে এসেছিস 😡।।
পিছন ফিরে তাকাতেই টাসকি খেলাম ।।
দেখী শাকচুন্নি টা দাঁড়িয়ে আছে ।।
,
আমি---: ইয়ে মানে কী বলবো 😁।।
এই বলে দৌড়াতে লাগলাম ।।
,
রাইসা---: দাঁড়াতে বলছি না হলে কিন্তু চিৎকার করে লোক ডাকব ।।
সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম ।।
আমি---: সরি আর এমন হবে না ।।
,
রাইসা---: এইভাবে না ।। একশ বার কান দরে উঠবস করবি তারপর 😾।।
,
আমি---: এক মিনিট আমি ত একা আসিনি ।। আমার সাথে তো আরেকটা ছিলো ।।
,
রাইসা---: হুম ও তো অনেক আগেই পালাইছে ।।
,
মনে মনে রাকিবের চৌদ্দগুষ্টি উদ্ধার করতে লাগলাম ।। শালা তোরে তো আমি পরে দেখে নিব ।।
রাইসা---: কী হলো দাঁড়িয়ে আছিস কেন শুরু কর 😡।। নাকী আব্বুকে ডাকবো ।।
,
আমি---: করছি তো ।।
তারপর কান দরে উঠবস করতে লাগলাম ।। রাইসার দেখি মুচকি মুচকি হাসছে ।। দশবার উঠবস করে মাটিতে বসে পড়লাম ।।
,
আমি---: আর পারবো না বইন মাফ করে দে 😑।।
,
রাইসা---: না কোন কথাই শুনবো না ।। যেটা বললাম ওইটাই হবে 😡।। মাএ দশবার করলি আরো নব্বই বার উঠবস কর 😡।।
,
আমি---: এইবারের মতো ছেড়ে দে ।। আর কখনো এমন করবো না ।। তোদের বাড়ির আশেপাশেও আর আসবো না 😑।।
,
রাইসা---: না তোকে ছেড়ে দিব কখনোই না ।। তোর মতো বদের হাড্ডিকে সোজা করবোই ।।
,
আমি---: কেন আমি কি বাঁকা নাকী 🙄।। দেখ কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি 😒।।
,
রাইসা---: উফ তোকে আমি 😡😡।।
,
আমি---: আদর করবি আচ্ছা ঠিক আছে কর🙂 ।।
এই কথা বলতেই ওর হাতে একটা লাঠি ছিলো ওটা দিয়ে মারতে লাগলো ।।
লাঠিঠা ওর হাত থেকে কেড়ে নিয়ে ।। ধীরে ধীরে ওর দিকে এগুতে লাগলাম ।।
আমি---: এবার কে বাঁচাবে তোকে 😾।। কান ধরে উঠবস করিয়েছিস না এবার আমার পালা 😾।।
,
রাইসা ভয়ার্ত গলায় বলতে লাগলো ।।
রাইসা---: মানে কী করবি তুই 😓।।
,
আমি---: তোর সামনে আমি দশবার কান দরে উঠবস করেছি ।। এবার তোর পালা না হলে লাঠিটা ।। নিশ্চয়ই বুঝতে পারছিস ।।
,
একথা বলতেই ও চিৎকার করতে লাগলো ।। তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে বললাম ।।
আমি---: একদম চুপ না হলে কিন্তু 😡।।
আমার দিকে চোখ বড় করে করে তাকিয়ে আছে ।।
আমি---: এতদিন অনেক জ্বালিয়েছিস।। তোর জন্য আমি একটা প্রেমও করতে পারি নাই 😑।। আচ্ছা বল তোর সাথে কী আমার কোন শক্রুতা আছে ।।
,
রাইসা---: ছেড়ে দে বলছি আমায় ।।
,
আমি---: না তুই আগে আমার প্রশ্নের উওর দে 😾।। না হলে সারারাত এখানেই থাকবি 😾।।
,
রাইসা---: তোর কোন প্রশ্নের উওর আমার কাছে নেই ।। প্লিজ যা এখান থেকে ।।
,
আমি---: তাহলে কী আমি যেটা ভাবছি সেটাই সত্যি ।।
,
রাইসা---: তোর যা ভাবার ভাবতে পারিস ।। ( মনে মনে বলতে লাগলো ।। গাধার বাচ্চা এতদিন পরে বুঝতে পেরেছিস 😡)
,
আমি---: ওকে তাহলে এখন কান দরে উঠবস শুরু কর 🙂।। আর আমি গুনতে থাকি 🙂।।
,
রাইসা---: না ।। ছাড় আমাকে ।। প্লিজ এখন যা এখান থেকে ।। কেউ এসে পড়লে সমস্যা হবে 🙁।।
,
আমি---: ওকে আজকের মতো ছেড়ে দিলাম ।। আর শোন এই গুলা নিয়ে যাচ্ছি আমি ।।
,
রাইসা---: ডাবচোর কোথাকার 😡।।
,
আমি---: এটা চুরি হলো কিভাবে ।। তুই এই বাড়ির মালিক তোকে বলে আমি এগুলো নিয়ে যাচ্ছি ।।
,
রাইসা---: চরম সত্যি কথা বলছিস ।। তাহলে চোরের ও নিতী আছে ।।
,
আমি---: আর একটা বাজে কথা বললে ।। এই গুলা তোর মাথায় মারবো 😡।।
,
রাইসা---: হে চোরের আবার 😏 বড় গলা ।।
,
আমি---: এই দাঁড়া তুই 😡।।
তারপর ও এক দৌড়ে চলে গেলো ।। সামনে পাইলে সত্যিই মাথা পাঠাইতাম ।।
আমিও চলে আসলাম ।। রাকিব শালারে দেখতে হবে ।।
সাথে সাথে দিলাম ফোন ,,,
আমি---: কীরে কোথায় তুই ।।
,
রাকিব---: আর বলিস না ।। একটুর জন্য বেঁচে গেছি 🤒।।
,
আমি---: কেন কী হইছে ।।
,
রাকিব---: কিছু না ।। তুই কোথায় আছিস ।। মানে বেঁচে আছিস ত ।।
,
আমি---: তাড়াতাড়ি আমাদের বাসার সামনে আয় 😾।।
,
রাকিব---: ওকে আসছী তুই দাঁড়া ।।
,
একবার আয় তারপর তোর বাপের নাম ভুলিয়ে দিব 😡।। একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ।। ওইতো শালা আসছে ।।
আমি---: কী ব্যাপার সাথে সাথে চলে এলি যে 🐸।।
ডাব গুলো দেখে ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে ।।
,
রাকিব---: এই জন্য ডাকলি ।। তুই ই আমার সত্যিকারের বন্ধু ।।
চল খাওয়া শুরু করি ।।
,
আমি---: আরেকবার বল কী বললি 🙂।। আমি তোর কী 😾।।
এই বলে শালাকে মারতে লাগলাম ।।
আমি---: শালা মাদারটোস্ট এখন খাওয়ার সময় ঠিকি আছসিস ।। বিপদের সময় উদাও হয়ে গেলি 😾।।
,
রাকিব---: আর মারিস না মামা ।। ভয় পেয়ে গেছিলাম ।। ভয়ের জন্য মুখ দিয়ে কথা বের হচ্ছিলনা 😐।।
,
আমি---: চুপ কর শালা ওটা ভূত ছিল না রাইসা ছিল 😾।।
,
রাকিব---: কী হ ।।
তারপর ওকে সব কাহিনী বললাম ।।
রাকিব---: ও তোকে এমনি এমনি ছেড়ে দিল 😒।।
,
আমি---: শুধু ছেড়ে দেয় নি ।। এই গুলাও নিয়ে এসেছি 😎।। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোন আইডিয়া নেই 😎😎।।
,
রাকিব---: এখন এইসব না বলে খাওয়া শুরু করি ।।
তারপর সব গুলো খেয়ে ফেললাম ।। তারপর রাত হয়ে যাওয়ায় বাড়িতে চলে আসলাম ।। খাবার না খেয়েই ঘুমিয়ে পড়লাম ।।
সকালে এলার্মের শব্দে ঘুম ভাঙলো ।। উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখী ।। 9:30 বাজে ।। রাইসার অনেকগুলা কল দেখলাম ।। তাডাতাডি ফ্রেশ হয়ে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়লাম ।। রাস্তায় এসে দেখী রাইসা দাঁড়িয়ে আছে আমার জন্য ।। উফ এই মাইয়াটারে লই কি করমু 😐।। মনে হচ্ছে আমার মাথাটা চিবিয়ে খাবে ।।
,
রাইসা---: কয়টা বাজে এখন 😡😡।।
,
আমি---: তোর ঘড়ি কি নষ্ট নাকী ।।
,
রাইসা---: এতক্ষণ পযন্ত কেউ ঘুমায় 😡।।
,
আমি---: আমি ঘুমাই তোর কোন সমস্যা আছে 😾।। যা ত সকাল সকাল মাথা গরম করবি না ।।
,
রাইসা---: বাহ ডাব চোরের মুখ দিয়ে তো দেখছি কথা ফুঠছে 😡।। আন্টিকে সব বলতে হবে নাকী ।।
,
আমি---: ওটা ছাড়া তো আর কিছু পারবি না 😾।।
,
রাইসা---: দেখ তর সাথে ঝগড়া করতে আসিনি ।। চল এমনিতেই দেরী হয়ে গেছে ।।
,
আমি---: তোকে দাঁড়াতে বলেছি আমার জন্য 😾।।
,
রাইসা---: প্লিজ এবার চল ।।
তারপর দুজনেই কলেজে আসলাম ।। ভাগ্গিস এখনো ক্লাসে স্যার আসে নাই ।।
,
রাইসা---: ওই শোন ।।
,
আমি---: হুম বল ।।
,
রাইসা---: এই নে ধর।। তোর জন্য বানিয়ে এনেছি ।।
,
আমি---: কী এখানে ।।
,
রাইসা---: নিজেই খুলে দেখ ।।
তারপর বক্সটা খুলে দেখী ।। নুডলস আহা দেখেই জ্বী পানি এসে গেছে ।।
আমি---: বা বা তুই তাহলে রান্নাও করতে পারিস ।।
,
রাইসা---: সব পারি আমি ।।
,
আমি---: কিন্তু তোর তো রান্নাঘরে যাওয়ার দরকার নাই ।। তোর বাবা বড়লোকের ছেলে দেখে তোকে বিয়ে দেবে ।।
,
রাইসা---: কিন্তু আমি কোন বড়লোকের ছেলেকে বিয়ে করবো না ।। একেবারে সাধারান একজনকে বিয়ে করবো ।।
,
খেতে খেতে বলতে লাগলাম ।।
আমি---: সাধারন একজন বাহ ।। ছেলেটা কে শুনি ।। পরিচয় করিয়ে দিস তো তার সাথে 🐸।।
,
রাইসা---: কথা বন্ধ করে খাওয়া শেষ কর ।। না হলে স্যার চলে আসবে ।।
,
তারপর খাওয়া শেষ করে ।। পিছন ফিরে তাকাতেই দেখী ,
আমার ক্রাশ সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে ।।
সাদিয়া---: বাহ বেশ ভালো মানিয়েছে আপনাদের কিন্তু ।।
,
আমি---: কী বলছেন ও আমার বোনের মতো হয় ।।
,
রাইসা---: 😠😡😡😠😡😡😡😡।।
,
সাদিয়া---: ও তাই ।। আমি তো ভাবছি কী না কী ।।
,
রাইসা---: আপনি যা ভাবছেন একদম সঠিক ভাবছেন 😡।।
,
আমি---: ওনার কথায় কিছু মনে করবেন না ।। ওনার মাথায় প্রবলেম আছে ।।
,
সাদিয়া---: না কিছু মনে করিনি ।।
,
রাইসা---: কুত্তা তুই কী কখনো ভালো হবি না 😠😠😠।।
,
# চলবে #
,
( # গায়েস গল্পটা কেমন হচ্ছে সবাই নিজেদের মতামত জানাবেন ।। আর লাইক কমেন্টস করে পাশে থাকবেন ।। সবাই ভালো থাকবেন ।। #)
,
# আল্লাহ্ হাফেজ #

0 Comments