⭕🔰 বেস্টফ্রেন্ডের প্রেমে ⭕🔰 👉 পর্ব ---: 3 👈


 ⭕🔰 বেস্টফ্রেন্ডের প্রেমে  ⭕🔰

             👉 পর্ব ---: 3 👈

🔰 WRITER: অবনীর আব্বু ( আরিয়ান আরমান)🔰


আমার ক্রাশ সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে ।।

সাদিয়া---: বাহ বেশ ভালো মানিয়েছে আপনাদের কিন্তু ।।

,

আমি---: কী বলছেন ও আমার বোনের মতো হয় ।। 

,

রাইসা---: 😠😡😡😠😡😡😡😡।।

,

সাদিয়া---: ও তাই ।। আমি তো ভাবছি কী না কী ।।

,

রাইসা---: আপনি যা ভাবছেন একদম সঠিক ভাবছেন 😡।।

,

আমি---: ওনার কথায় কিছু মনে করবেন না ।। ওনার মাথায় প্রবলেম আছে ।।

,

সাদিয়া---: না কিছু মনে করিনি ।। 

,

রাইসা---: কুত্তা তুই কী কখনো ভালো হবি না 😠😠😠।। 

,

আমি---: চুপ মুখ বন্ধ রাখ ।। 

তারপর ক্লাসৈ স্যার আসায় ।। আমাদের ঝগড়া ও শেষ হয়ে গেলো ।। 

তারপর ক্লাস শেষ করে বাইরে বের হলাম ।। এখন আমার ক্লাস নেই এই জন্য বের হয়ে গেছি ।। লাইব্রেরিতে এসে একা একা বসে আছি ।। ভালো লাগছে না তাই কলেজ থেকে বের হয়ে সোজা বাড়িতে আসতে লাগলাম ।। হঠাটই দেখলাম রাস্তার একপাশ রাইসার বাবার গাড়ি দাঁড় করানো ।। কী ব্যাপার আংকেল তো এইসময় বাড়িতে থাকেন ।। আর গাড়িটা এখানে দাঁড় করানো কেন ।। না গিয়ে দেখী তো ।। তারপর কৌতূহল বসত গাড়ির কাছে গেলাম ।। গিয়ে দেখী গাড়ির দরজা খোলা ।। ভিতরে আংকেল অজ্ঞান হয়ে আছে ।।  

অনেক  ডাকলাম কিন্তু চোখ খুললো না ।। এদিকে ভয়ে আমি শেষ কী করি এখন ।। 

,

কোন উপায় না পেয়ে আশেপাশের কয়েকজনকে ডাকলাম ।। তারপর তাদের সাহায্যে নিয়ে আংকেলকে হাসপাতালে নিয়ে আসলাম ।। ডাক্তাররা ওনাকে দেখছেন ।। বাহিরে আমি বসে বসে ভাবছি ।। রাইসাকে কল দিব নাকী দিব না ।।      

,

রাইসা কল দিব এই বলে যেই ফোনটা হাতে নিলাম ।। সামনে তাকিয়ে দেখী কিছু পুলিশের লোক দাঁড়িয়ে ।। আর ওদের সাথে দেখী রাইসা ও দাঁড়িয়ে ।। কী হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না 🙁।।

,

পুলিশ---: এই ছেলের তোমার নাম আরিয়ান ।।

,

আমি---: জ্বী ।। কিন্তু আপনারা 😐।। 

,

পুলিশ---: আমাদের সাথে থানায় যেতে হবে চল ।।

,

আমি---: কিন্তু কেন আমি কী দোষ করেছি ।।

,

পুলিশ---: সেটা ওখানে গেলেই বুঝতে পারবে ।। এখন চল বলছি ।। 

আমাকে জোর করে নিয়ে যেতে লাগলো ।। 

,

আমি---: রাইসা এসব কী হচ্ছে ।। আমি তো কিছুই বুঝতে পারছি না 😑।।

,

রাইসা---: তোর থেকে এটা আমি কখনো আশা করিনি 😭।। বল আমার আব্বু কী দোষ করেছিল 😭😭।।

,

আমি---: কী বলছিস ।। ওনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল ।। তারপর আমি ওনাকে হাসপাতালে নিয়ে আসলাম ।। 

,

রাইসা---: চুপ বন্ধ কর তোর মিথ্যা নাটক ।। আমি সব জেনে গেছি ।। ও আমাকে সব বলেছে 😡।। 

,

আমি---: ও মানে কার কথা বলছিস তুই ।।

,

রাইসা---: রাফি আমাকে সব বলেছে ।। তুই কী মনে করিস আমি কিছু জানতে পারবো না 😡।। 

,

রাফির কথা শুনে আমি চমকে উঠলাম ।। ওর সাথে একবার ঝামেলা হয়েছিল ।। এবং ওকে মেরেও ছিলাম ।। এলাকার মধ্যে মাস্তানী করছিলো তখন আমি আর আমার কিছু ফ্রেন্ড মিলে ওকে ধরে ধোলাই করেছিলাম ।। রাইসা এসবের কিছুই জানে না ।। কিন্তু রাফি আমার নামে কী এমন বলেছে ।। নাহ রাইসার থেকে ব্যাপারটা জেনে নিতে হবে ।। 

,

আমি---: আমার অপরাধ টা কী বলবি ।। 

,

রাইসা---: ছিহ তুই এতটা নিচ আমি আগে জানতাম না ।। একটা মেয়ের সাথে কীভাবে এটা করতে পারলি ।। 

,

আমি---: কী বলছিস আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না ।। আর এখানে মেয়ে এলো কোথা থেকে ।।

,

রাইসা---: দেখ তাহলে ।। 

এই বলে আমাকে ভিডিও দেখাতে লাগলো ।।  লাইব্রেরি থেকে বের হবার আমার পিছু পিছু একটা মেয়েও বের হলো ।। যার গায়ের জামাকাপড় ছিড়া দেখা যাচ্ছে ।। দেখে মনে হচ্ছে কেউ জোর করে কিছু করার চেষ্টা করেছে।। কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে ।। লাইব্রেরিতে তখন আমি ছাড়া আর কেউ ছিল না ।। তাহলে এই মেয়েটি ।। হ্যাঁ এবার বুঝতে পারছি ব্যাপারটা ।। এইসব কিছু আমাকে ফাসানোর জন্য করা হয়েছে ।। এখন জানি আমি হাজার বার বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না ।। 

,

রাইসা---: তোর কী মনে হয় আমি এইসব করেছি ।।

কিছুই বলছে না ।। মাথা নিচু করে কান্না করে যাচ্ছে ।।

,

আমি---: ওকে বুঝে গেছি আমি ।। এটাই তোর সাথে আমার শেষ কথা ।। আংকেলকে দেখে রাখিস ।।

এই বলে চলে আসলাম ।। পিছন থেকে কয়েকবার রাইসার দিকে তাকালাম ।। ও আমার দিকে একবারের জন্য ফিরে তাকায়নি ।। ওর মাঝে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম ।। তাহলে সব কী মিথ্যা ।। 

তারপর আমাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো ,,,,,,,,

,

# চলবে # 

,

(# গল্পটা কেমন হচ্ছে সবাই জানাবেন ।। আর ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।। পরবর্তী পার্ট খুব শিগগিরই আসছে ।। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ।। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন #)

,

# আল্লাহ্ হাফেজ #

Post a Comment

0 Comments